PROYASH
INSTITUTE OF SPECIAL EDUCATION

(+880) 1760138678

Call for Query

News

 
Main content

অভিভাবক, শিক্ষক ও কেয়ার গিভিং প্রশিক্ষণ কার্যক্রম ২০২৪


অভিভাবক, শিক্ষক ও কেয়ার গিভিং প্রশিক্ষণ কার্যক্রম ২০২৪ প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আগামি ৩রা ডিসেম্বর ২০২৪, ২৬ তম জাতীয় ও ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সমাজে প্রতিবন্ধিতাসম্পন্ন শিশু ও ব্যক্তিকে সহায়তা, পরিচর্যা ও প্রশিক্ষণ প্রদান এবং একীভূত সমাজ গঠনে সচেতনতামূলক ও কমিউনিটি সাপোর্ট কার্যক্রমের অধীনে অভিভাবক, শিক্ষক ও কেয়ার গিভিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। * কেয়ার গিভিং প্রশিক্ষণ ২৪, ২৫ ও ২৬ নভেম্বর। * অভিভাবক প্রশিক্ষণ ০২, ০৩ ও ০৪ ডিসেম্বর। * শিক্ষক প্রশিক্ষণ ০৯, ১০ ও‌ ১১ ডিসেম্বর। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। বিশেষ শিশু ও ব্যক্তির পিতা—মাতা, অভিভাবক, শিক্ষক এবং তাদের তত্ত্বাবধায়নের কাজে নিয়োজিত আগ্রহীরা নীচের লিংকের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে।

news
/.col-md-6
/.row
/.content