২৪ এপ্রিল ২০২৪, ন্যাশনাল একাডেমী ফর নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজ NAAND প্রকল্পের ১০দিন ব্যাপী আয়োজিত মাস্টার্স ট্রেইনারদের উচ্চতর প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন অঞ্চল থেকে আগত অংশগ্রহণকারী ৫০জন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাবৃন্দ প্রয়াস পরিদর্শন
২৪ এপ্রিল ২০২৪, ন্যাশনাল একাডেমী ফর নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজ NAAND প্রকল্পের ১০দিন ব্যাপী আয়োজিত মাস্টার্স ট্রেইনারদের উচ্চতর প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন অঞ্চল থেকে আগত অংশগ্রহণকারী ৫০জন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাবৃন্দ প্রয়াস পরিদর্শন করেন। প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ শুভেচ্ছা এবং মতবিনিময়কালে বাংলাদেশে ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। এছাড়াও পরিচালক, ইনক্লুসিভ এডুকেশন ও সাপোর্ট সার্ভিসেস, প্রয়াস প্রতিষ্ঠানের বহুমুখী কার্যক্রম সম্পর্কে বর্ণনা করেন। পরিদর্শন শেষে, উপাধ্যক্ষ, প্রয়াস, বিশেষ শিক্ষার্থীদেরকে ন্যাশনাল কারিকুলামে কিভাবে নমনীয় ও অভিযোজন করে পাঠদান করা হয় তা উপস্থাপন করেন। বিশেষ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল সেবা কার্যক্রম ও ব্যাবস্থাপনায় প্রয়াস একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্ত স্থাপনে সক্ষমতা অর্জন করায় এর ভূয়সী প্রশংসা করেন।