বাংলাদেশ স্কাউটস এক্সটেনশন স্কাউটিং বিভাগ কতৃক আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন স্কাউটদের ট্যালেন্ট হান্ট -২০২৩ আজ ১৬ সেপ্টেম্বর ২০২৩ শামস হল, জাতীয় স্কাউট ভবন, ঢাকায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত স্কাউট গ্রুপ এর সভাপতি জনাব মোঃ মাহবুবুল মুনির স্যার সহ বিভিন্ন বিভাগের জাতীয় কমিশনার, উপ-জাতীয় কমিশনার এবং পরিচালকবৃন্দ। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এক্সটেনশন স্কাউটিং বিভাগের সম্মানিত জাতীয় কমিশনার জনাব আই কে সেলিম উল্লাহ খন্দকার স্যার। উক্ত অনুষ্ঠানে 1 বুদ্ধি প্রতিবন্ধী 2 অটিজম 3 দৃষ্টি 4 বাক ও শ্রবণ উক্ত বিভাগে প্রয়াস এর মোট 11jon শিক্ষার্থী অংশগ্রহণ করে দুইজন শিক্ষার্থী 1 জুমাইনা রেজলিন রূপকথা গানে প্রথম স্থান 2: মাহ্তালাত করিম অবণী চিত্রাঙ্কন প্রথম স্থান অর্জন করে ক্রেস্ট ও চারহাজার টাকার প্রাইজবন্ড পেয়েছে