নতুন কারিকুলাম বাস্তবায়নে মাস্টার ট্রেইনারদের প্রয়াসের শ্রেণী কার্যক্রমের তথ্য সংগ্রহ
১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বেলা 02.30 ঘটিকায় মাস্টার ট্রেইনার হিসেবে নিযুক্ত ( সুজিত চন্দ্র ঘোষ সহকারী শিক্ষক আমিরজান উচ্চ বিদ্যালয়, ডুমনী খিলক্ষেত ঢাকা এবং আবেদা সুলতানা সহকারীশিক্ষক নীলক্ষেত ইচ্চ বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকা)দুইজন মাস্টার ট্রেইনার প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের “প্রয়াস ইন্সটিটিউট জুনিংর সেকেন্ডারী স্কুল ” পরিদর্শনে আসেন । প্ প্রতিষ্ঠান, শিক্ষক , শিক্ষার্থী এবং নতুন কারিকুলাম অনূযায়ী শ্রেণী কার্যক্রম ও মূল্যায়ন বিষয়ৈ তথ্য সংগ্রহ করেন । নতুন কারিকুলাম বাস্তবায়নে কি কি সুবিধা প্রয়োজনে সে বিষয়ে তথ্য সংগ্রহ করেন । প্রয়াসের পক্ষ থেতক তাঁদের প্রত্যয়ন পত্র প্রদান করা হয় । তাঁরা প্রয়াসের পরিদর্শন বই ও লেখেন ও স্বাক্সর করেন