প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান কে সম্মাননা প্রদান
গত রোববার ৪ সেপ্টেম্বর ২০২২ রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক কনফারেন্স হলে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়েছে সুবর্ণ নাগরিক ফাউন্ডেশন। আয়োজনের সহযোগী ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও দ্য ডেইলি স্টার। অনুষ্ঠানে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান কে সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ মাহবুব আলম শিকদার, এএফডব্লিউসি, পিএসসি।
